Artical (আজ পহেলা ফাল্গুন)
4. আজ পহেলা ফাল্গুন।
ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা সবাইকে। আজ পহেলা ফাল্গুন, এসেছে ঋতুরাজ বসন্ত।
পলাশ-শিমুল ডালে ফুঁটবে রক্ত-রাঙা ফুল।
শোনা যাবে কোকিলের কুহুতান।
ফুল ফুঁটুক আর না-ই ফুঁটুক, কোকিল ডাকুক
আর না-ই ডাকুক আজ বসন্ত।
ফাল্গুন হাওয়ার দোল লেগেছে প্রকৃতিতে।
নতুন রুপে সেজেছে আজ ঋতুরাজ বসন্ত।
তাইতো কবিগুরু বলেছে, আহা আজি এ বসন্তে
এত ফুল ফোঁটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়।
প্রকৃতির রুপ বদলের সাথে মানুষের মনেও ঘটে
লক্ষণীয় পরিবর্তন। বাঙালির চিরকালের অমর
প্রেমের ঋতু তার পরিপূর্ণ যৌবন নিয়ে এসেছে।
No comments