Header Ads

কবিতা (সৃতির পাতা)

সৃতির পাতা। 

সৈয়দ জামাল হোসেন।  


সামনে একটি বই রেখে পড়ার টেবিলে বসে আছি। হটাৎ কেউ এসে আমার পিছনে দিক থেকে আমার চোখ দুটো বন্ধ করে চেপে ধরল। দুটি কমল হাতের স্পর্শে কি এক অজানা ভালো লাগায় শিহরিত হলো আমার মন। আমি তাহার হাতে আমার দুটি হাত, আলতো করে ধরে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করলাম মাত্র। মনে হলো এই কমল হাতের স্পর্শ থাকুক, আরও কিছুটা সময়। আমিও তাহার হাত দুটি আলতো করে ধরে আছি। আমাকে বলতে হবে কে আমার চোখ বন্ধ করে ধরে আছে। আমি যেন বুঝেও বুঝতে পারলামনা।আস্তে করে বললাম, কি করে বলবো বলুন, আমিতো কোন জ্যোতিষনা যে না দেখেই বলে দিতে পারব আপনি কে। এরপর আমার চোখ ছেড়ে দিল। আর আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি, আমার কল্পনার জগতে অংকিত সেই সুন্দরী মেয়েটি। মায়া ভরা চাঁদ মাখা মুখের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, দেখছেনতো খানা খাচ্ছি। সে এক গাল হেসে দিয়ে বললো, কই আমি তো দেখছি আপনি পড়তে ছিলেন। আমিও একটু হেসে দিয়ে বললাম, দেখেছেন যেহেতু তাহলে আবার জানতে চাইছেন কেন। এবার একটু লজ্জা লাগা লুকানো হাসি দিয়ে বললো, জানি আপনার সাথে কথায় পারবোনা। তবে অনেক কিছু আছে যা জানার পর, বুঝার পরও জানতে ইচ্ছে করে, এটা কি আপনার জানা আছে? আমি তাহার মিষ্টি মায়া ভরা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, আপনি শুধু দেখতেই সুন্দর না, বেশ সুন্দর করে গুছিয়ে বলতেও পারেন। আর অনেক গভীরতা আছে আপনার কথায়। .... চলবে। 

No comments

Powered by Blogger.