Header Ads

কবিতা (সতেরো বছর পর।)




সতেরো বছর পর।

সৈয়দ জামাল হোসেন ।


সতেরো বছর পর তোমাকে দেখা।
আমার শরীরে নোংরা কাপড়,
আর গালে পরেছে কালো মেসতা।
সতেরো বছর পর তোমাকে দখা।
তোমার পরনে দামী কোট-প্যান্ট,
আর শরীর থেকে বেরিয়ে আসছে
বিদেশী পারফিউমের গন্ধ।
সতেরো বছর পর তোমাকে দেখা।
আজ আর তোমার চোখ,
আমাকে দেখে ভালোবাসার কথা বলে না।
নাকি আমাকে তুমি চিনতে পারছনা।
সতেরো বছর পর তোমাকে দেখা।
অজপাড়া গায়ের গৃহবধূ,
চার সন্তানের জননী আমি জুলেখা।
সতেরো বছর পর তোমাকে দেখা।
দেখেছি তোমাকে আমি নয়ন ভরে,
না দেখার পিপাসা গিয়েছে মিটে।
জমানো কস্ট গুলো রয়েছে বুকে,
বলা হলোনা না আর বলবো না।
সতেরো বছর পর তোমাকে দেখা।
ভালো থেকো সুখে থেকো
আমার ভালোবাসা।


No comments

Powered by Blogger.