কবিতা (দুখের সাগর)
দুঃখের সাগর।
সৈয়দ জামাল হোসেন ।
নিশি রাতে ঘুম ভেঙ্গে যায়
পাশে আমার বন্ধু তুমি নেই ।
জোছনা রাতে আকাশ পানে
তারার মাঝে খুঁজে বেড়াই
বন্ধু তুমি কই।
বন্ধু আমি তোমায় ডাকি
সারা দাওনা কেনো?
চলেই যদি যাবে
তবে এসেছিল কেনো?
তোমায় ছাড়া একা আমি
থাকতে পারি না।
ভালো বাসায় এতো মায়া
আগে জানিনা।
সুখের আগেই দুঃখ এলো
আমার জীবনে।
কথা ছিল সুখ দুঃখ
ভাগাভাগি করব দুজনে।
ডেঙ্গি নৌকায় ভাসিয়ে দিয়ে
দুখের সাগরে।
চলে গেছো অচিন দেশে
আসবা না আর ফিরে।
নৌকা আমার হেলে দুলে
পবন বাতাসে।
মাঝি ছাড়া নৌকা আমার
মাঝ সাগরে ভাসে।
দুখের সাগর পাড়ি দিয়ে
তীরে যেতে চাই।
কেমনে সাগর দিব পাড়ি
মাঝি যে মোর নাই।
ভালোবাসা মনের জোরে
মাঝি ছাড়া নৌকা নিয়ে।
চলছি বেয়ে উজান টানে
পানি ওঠে ফাঁটল দিয়ে।
মাঝি তুমি আমায় ছেড়ে
চলে গেলে একলা ফেলে।
তোমার জন্য কেঁদে কেঁদে
মুখটি ভিজাই চোখের জলে।
Nice
ReplyDelete