Header Ads

কবিতা (বাংলা মা)


বাংলা মা।

সৈয়দ জামাল হোসেন ।


সপ্ন ঘেরা বাংলা আমার
সোনার বাংলাদেশ।
তোমায় নিয়ে কত আশা
আসার নেইকো শেষ।
যতই তোমায় দেখি তবু
দেখতে ভালো বাসি।
তাইতো তোমায় দেখতে আমি
বারবার ছুটে আশি।
তোমার মুখের হাসি আমি
দেখতে ভালো বাসি।
যখন হিজল গাছের ছায়ায় বসে
রাখাল বাজায় বাঁশের বাঁশি।
হিজল গাছের ডালে বসে
বৌ কথা কও পাখি ডাকে।
দোয়েল ডাকে গানের সুরে
মেঠোঁ পথের বাঁকে বাঁকে।
নদীর ধারে বসে আমি
জারি-সারি ভাটিয়ালি পল্লীগীতি শুনি।
উদাস মনে ভাবতে থাকি 
এদেশে জন্মেছে কতো শিল্পী কবি জ্ঞানী গুণী। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
ছিলেন বাংলার মহান নেতা। 
তার আদলে পেয়েছি মোরা 
বাংলার স্বাধীনতা। 

1 comment:

Powered by Blogger.