কবিতা, যেখানে তুমি নেই।
যেখানে তুমি নেই। |
যেখানে তুমি নেই।
সৈয়দ জামাল হোসেন ।
প্রবাস আমার ভাল লাগেনা,
যেখানে তুমি নেই।
যেখানে হেমন্ত আসে না।
যেখানে নবান্নের উৎসব হয় না।
যেখানে দোয়েল কোকিল
গানে সুর তোলে না।
প্রবাস আমার ভালো লাগে না।
যেখানে তুমি নেই।
যেখানে বর্ষা নেই,
যেখানে বৃষ্টি নেই, নদী নেই
শুধু মরু প্রান্ত।
যেখানে পরন্ত বিকেলে
দক্ষিনা হাওয়া বয় না।
প্রবাস আমার ভালো লাগে না,
যেখানে তুমি নেই।
যেখানে পুকুর ভরা মাছ নেই,
গোয়াল ভরা গরু নেই।
যেখানে কৃষক লাঙ্গল নিয়ে মাঠে যায় না।
রাখাল বালক বাঁশিতে সূর তুলে না।
প্রবাস আমার ভালো লাগে না,
যেখানে তুমি নেই।
যেখানে হিজল গাছে
বৌ কথা কও পাখি ডাকে না।
যেখানে বেতের ঝাড়ে ডাহুক ডাকেন।
ওগো প্রবাস আমার ভালো লাগে না,
যেখানে তুমি নেই।
No comments