Header Ads

কবিতা, ঝড়ের রাত ।

ঝড়ের রাত ।

ঝড়ের রাত ।

সৈয়দ জামাল হোসেন ।

আকাশে কালো মেঘের ঘনঘটা,
চারদিক অন্ধকার, বেতের ঝাড়ে 
ডাহুক ডাকছে,পানকাওরী আর সাদা বগ্
উড়ে যাচ্ছে ওদের গন্তব্য স্থানে।
চারদিক নিস্তব্ধ, মনে হচ্ছে ঝড় আসবে।
গা ছম্ ছম্ করছে,
ভিষন ভয় হচ্ছে এই মুহূর্তে।
দেখতে দেখতে প্রচন্ড বেগে
ঝাড় বইতে শুরু করল, 
আর সাথে মুশুল ধারে বৃষ্টি। 
এমনও রাতে যদি তোমায় কাছে পেতাম, 
যতটুকু ভালোবাসা আছে 
আমার হৃদয়ে তোমার জন্য 
সবই দিতাম উজাড় করে। 
তোমার ঠোঁটে ঠোঁট রেখে পান করতাম 
প্রেমের অমৃত সুধা। 
আমার বাহু বন্ধনে আবদ্ধ থাকতে তুমি। 
ভালোবাসার আবেদনে 
জড়িয়ে থাকতে আমায়। 
আমার আর তোমার দেহ মনে হতো, 
এক আত্মা এক দেহ এক প্রান। 
আমি ভাবি তাই, তুমিও কি ভাবো তাই? 
একি আমার শুধুই উপলব্ধি, নাকি বাস্তব? 
ভালোবাসা, ও আমার ভালোবাসা। 

















































ঝড়ের রাত ।


















No comments

Powered by Blogger.