Header Ads

কবিতা, শৈশব ।


শৈশব ।

  সৈয়দ জামাল হোসেন। 


শৈশব আমার কেমন ছিল
মনে করি যখন,
মধুর সৃতির দিন গুলো সব
সামনে আসে তখন।

হাসি কান্নার দিন গুলো মোর
কতই ছিল ভাল,
দেখতে দেখতে শৈশব যেন মোর
জ্বলদি চলে গেল।

খেলার সাথী সবাই মিলে
খেলতাম কতো খেলা,
হাসতে খেলতে যাইতো মোদের
সারা বিকেল বেলা।

কানা মাছি আর বৌছি
খেলছি কত হরেক রকম খেলা,
দেখতে পাইনা কোথাও আজ
বয়াতী গান আর যাত্রা গানের পালা।

মায়ের কাছে স্কুল পালানোর
করছি কত ছল্,
সৃতি কাতর হয়ে আমার এখন
চোখে আসে জ্বল।

নিজের শৈশব চিন্তা করে
লিখছি সবই বেশ,
সবাই আমারা ভুলে গেছি
এখন ডিজিটাল বাংলাদেশ।

বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে
এই ইন্টারনেটের যুগে,
তবে কেন পিছিয়ে থাকব
সেই আদিম যুগে।

No comments

Powered by Blogger.