Header Ads

মাদক মুক্ত সমাজ চাই।

মাদক মুক্ত সমাজ চাই। 

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। 


শিমুল বাজার, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে মাদক বিরোধী এক বিশাল র‍্যালি বের করে। ব্যানার ফেস্টুন হাতে এই র‍্যালির নেতৃত্ব দেন,সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটি।

এতে অংশগ্রহণ করে শিমুল বাজার সংলগ্ন এলাকার সর্বস্তরের জনগণ। এই মাদক বিরোধী র‍্যালিটি শিমুল বাজার থেকে শুরু হয়ে- পুলিয়া বাজার, ব্রাহ্মণ পাড়া এবং পাতরাইল দিঘীরপাড় আউলিয়া মসজিদ হয়ে শিমুল বাজার সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির অফিসের সামনে জমায়েত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে উপদেষ্টা মন্ডলী, সভাপতি, সিনিয়র পরিচালক, পরিচালক মন্ডলী, শিমুল বাজার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ সহ মান্য গন্য ব্যক্তি এবং পিন্টমিডিয়ার ব্যক্তিবর্গ।

অনেকেই মাদকের কুফল, সামাজিক অবক্ষয় সম্পর্কে বলিষ্ঠ বক্তব্য রাখেন। মাদক ধংস করে দিচ্ছে যুব সমাজকে। যুব সমাজ ধংস হলে ধংস হয়ে যাবে দেশ। দেশ বাঁচাতে হলে যুব সমাজকে মাদক এর করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে।

 কিভাবে মাদক থেকে যুব সমাজকে দুরে রাখা যায় এব্যাপারে বিস্তারিত আলোচনা এবং করনিয় ঠিক করা হয়। এই আলোচনা সমাবেশ থেকে ঘোষনা দেওয়া হয়, যেকোন মূল্যে শিমুল বাজার আশপাশের এলাকা গুলো থেকে মাদক মুক্ত করা হবে। আর তখনই হবে এই সংগঠনের সার্থকতা।

এই রকম সুন্দর উদ্যোগ নেওয়ায় শিমুল বাজার সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন পেশার জনগণ। সোশাল মিডিয়ার ব্যাপক সাড়া ফেলেছ। অনেকেই এধরনের উদ্যোগের ভুয়োসী প্রসংশা করেছে। এটা যেন সময় এর দাবি ছিল।

রিপোর্টঃ সৈয়দ জামাল হোসেন। 

No comments

Powered by Blogger.