Header Ads

রোহিঙ্গাদের জন্য ত্রাণ দেওয়ার কিছু পরামর্শ।

ত্রাণ দেয়ার জন্য যারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তাদের জন্য বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ:-


(1) ত্রানবাহী গাড়ী গুলো চট্টগ্রাম থেকে কক্সবাজার ঢোকার আগে লিংক রোড দিয়ে না গিয়ে কলাতলি বীচের সামনে দিয়ে মেরিন ড্রাইভ রোড দিয়ে উখিয়া টেকনাফের দিকে গেলে ঝামেলা কম হবে।

(2) নতুন করে আসা রোহিংগারা খুবই লাজুক এবং ভদ্র।  আমরা যখন নগদ টাকা বিতরণ করেছি নতুন রোহিংগাদের কে খুব বেশি হাত পাততে দেখি নি, বরং আমাদের বাংলাদেশী ভূয়া রোহিংগা ও পুরাতন রহিংগারা ত্রানের জন্য বেশী জামেলা সৃষ্টি করে! সুতারাং ত্রান দেওয়ার সময় প্রকৃত রোহিংগাদের কে ভালো ভাবে চিহ্নিত করুণ।

(3) যারা ত্রান (খাদ্য) দিতে যাবেন টোকেন সিস্টেম করুন! টোকেনে একটা সিল মেরে সিরিয়াল নাম্নার দিন! আগে ক্যাম্পের ভিতরে গিয়ে প্রতি ফ্যামেলীর এক জনকে একটা টোকেন দিন! টোকেন দিয়ে বলে দিবেন আমরা অমুক স্কুল/ মাদরাসা/ মসজিদে মাঠে অমুক টাইমে বিতরণ করবো। তারপর হাত থেকে টোকেন নিয়ে ত্রানের প্যাকেট দিন! না হলে শৃংখলা বজায় রাখতে পারবেন না, তখন আপনার ত্রাণ দেয়াটা ব্যার্থ হতে পারে!

(4) ত্রানের চেয়ে নগদ টাকা দেয়ার প্রতি বেশী গুরুত্ব দিন! নগদ টাকা দিলে যার যার চাহিদা অনু্যায়ী জিনিসপত্র কিনতে পারবে। ক্যাম্পের ভিতরে গিয়ে প্রতি জুপডি ঘরের এক জনের হাতে টাকা দিন! নবজাতক বাচ্চা, খুব বেশী বৃদ্ধ, যাদের স্বামীকে মেরে পেলেছে, যে বাচ্চাদের মা-বাব নেই, দেখে দেখে এরকম মানুষদের অগ্রাধীকার দিন!

(5) মেডিকেল ক্যাম্প করলে স্থানীয় ডাক্তার ছাডা কিছুটা চাটগাঁ ভাষা জানা রোহিঙ্গা মানুষ গুলির সমস্যা বুঝা ও বুঝানো দুইটাই কঠিন, তাই স্থানীয় ডাক্তার এক জন রাখলে ভাল হয়! আর ওখানে কোন রোগ গুলি বেশী হচ্ছে এবং কোন গ্রুপের মেডিসিন বেশী লাগবে তা আমাদের আইডিয়া হয়েছে, সে ক্ষেত্রে আমরা কিছুটা সহযোগিতা করতে পারব!
আমাদের পরিচিত নিঃসার্থ সেবা দেয়ার মত স্থানীয় ডাক্তার আছে! আর সম্ভব হলে মহিলা ডাক্তার নিতে পারেন!

(6) পরিমানে অল্প হলেও নতুন কাপড় দিন, পুরনো কাপড় আনবেন না, ওগুলো রোহিঙ্গারা নেয় না! আমাদের ভুলে গেলে চলবে না যে তারা ফকির মিস্কিন নয়! বাচ্চাদের জন্য আলাদা ছোট কাপড় নিন, মহিলাদের জন্য নতুন থামি, ছেলেদের জন্য লুঙ্গী, গামচা, টিশার্ট নিন!

(7) নতুন আসা শরণার্থীদের সাহায্য দিন! নতুনদের চেনার জন্য এবং পেতে হলে শুধু মাত্র নতুন রহিংগা ক্যাম্প গুলিতে প্রতি ঝুপডি ঘরে গিয়ে গিয়ে ঘরের প্রধান এক জনকে ত্রাণ/টাকা বা টোকেন দিন!  বাস্তবে দেখেছি ও স্থানীয় লোকদের কথা হিসেবে রাস্তার পাশে ও যে পয়েন্ট গুলি দিয়ে রহিংগারা বাংলাদেশে আসে সেই পয়েন্ট গুলিতে 75% পুরাতন ও  বাংলাদেশী ভুয়া রহিংগারা বসে আছে ত্রাণের জন্য! গাড়ি থেকে ঢিল দিয়ে মেরে যে কোন ধরনের ত্রানের সামগ্রী দিবেন না!

(8) শুকনো খাবার দিন, যেমন: চিডা, মুডি, চিনি, বিস্কিট, চাল, ডাল, আলু,পেয়াজ, তেল, ওরস্যালাইন ইত্যাদি!
চাল ও চিডা বেশী করে দেয়ার চেস্টা করবেন!

(9) যারা চ্ট্টগ্রাম ছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে যাচ্ছেন তারা অব্যশই স্থানীয় যারা চাটগাঁ ভাষা বোঝে তাদের সাথে রাখবেন! এব্যাপারেও সহযোগিতা লাগলে আমরা হেল্প করতে পারবো!

(10) নিজ হাতে টাকা বিলি করবেন, কোন স্থানীয় কোন লোকের হাতে টাকা দিবেন না! বিলি করার জন্য ব্যাংক থেকে ১০০/৫০০ টাকার নোট করে নিয়ে যাবেন!

(11) রাস্তায় ত্রান দিবেন না, এর কারনে অনেকে হুমড়ি খেয়ে পড়ে। এতে রাস্তায় প্রচুর গাডি থাকায় অনেকে রোড এক্সিডিন্টে আহত ও নিহত হচ্ছেন।

(12) সম্ভব হলে ঘর বানানোর জন্য তেরপাল বা প্লাস্টিক দিন! বাঁশ কিনে দিতে পারেন, স্থানীয় ভাবে ঐ এলাকায় প্রচুর বাঁশ পাওয়া যায়!

(13) বিচানার জন্য পাতলা কম্বল, বেড ক্লথ, বিছানা ছাদর  দিতে পারেন!
সম্ভব হলে শিশু খাদ্য বিতরন করুন, প্রচুর শিশু অপুষ্টিতে ভুগছে! যেমন: সুজি ও দুধ!

(14) প্রয়োজনীয় স্থানে টিওবওয়েল ও স্যানিটেশনের ব্যবস্থা করতে পারেন!

(15) মনে রাখবেন সব কিছুর আগে খাদ্য ও চিকিৎসা বেশি দরকার!

(16) যারা সহযোগিতার করার জন্য টেকনাফ-উখিয়া যাবেন, রবি/বাংলা লিংক সিম নিয়ে যাবেন, কারন ঐ সব এরিয়াতে গ্রামীন/টেলিটক সিমে নেটওয়ার্ক খুব কম পাওয়া যায়!

ত্রাণ কোথায় দিবেন?

** উখিয়া দিয়ে ডুকতে কুতুপালং এর একেবারে পিছন সাইট দিয়ে নতুনরা থাকেন, সামনেও কম নয়।
** তম্বুরু কাস্টমসের আশেপাশে
** বালুখালির মেইন সড়কের চারিদিকে
** থ্যাংখালী বাজার পূর্ব ও পশ্চিমে
** পালংখালি
** লম্বাবিল
** উনচীপ্রাং কক্সবাজার থেকে আসতে রাস্তার ডানদিক দিয়ে প্রায় সাড়ে তিনকিলো ভিতরে, শক্তি সামর্থ্যবান ছাড়া দুর্বলরা যাবেন না।
** লেদা আনরেজিস্টার্ড ক্যাম্পে প্রবেশ পথে এবং ভিতরে!
** মুসুনি রেজিস্ট্রিকৃত ক্যাম্পের পিছনে কয়েকশো নতুন বসতি!!

দৃষ্টি আকর্ষণ:-
স্থায়ীভাবে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হল, এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর ধার্মিকতা টিকিয়ে রাখতে এবং শিক্ষিত করে তুলতে, প্রতিটি ক্যাম্পের মধ্যে মসজিদ, মক্তব, মাদ্রাসা, স্কুল, স্বাস্থ্যকর টয়লেট, গোসলখানা, টিউবওয়েল, উপযুক্ত ছেলেমেয়েকে বিয়ে শাদীর ব্যাবস্থা করার চেস্টা করা!
শিক্ষার জন্য রহিংগাদের মধ্যে থাকা (যারা আরাকানে শিক্ষক ছিলেন) শিক্ষিত লোকদের অল্প টাকায় কাজে লাগানো সহজ সম্ভব!

***৫ম আপডেট***Mahmud Mamun**
বেশী বেশী শেয়ার করে ত্রান কর্মীদের দৃষ্টি আকর্ষণ করুন!
(আরো কিছু আপডেট থাকলে দেয়ার চেস্টা করবো, ইনশা-আল্লাহ!)

1 comment:

  1. The Eight-Wheel Classic - TITIAN Arts
    The eight-wheel worrione.com classic bicycle is available ford escape titanium in six sizes. The Bicycle Wheel is a 메이피로출장마사지 classic https://vannienailor4166blog.blogspot.com/ bicycle made in USA, but there are three variations in sol.edu.kg

    ReplyDelete

Powered by Blogger.