Header Ads

কবিতা, চন্দ্রা দেবী।

চন্দ্রা দেবী।

                                                      সৈয়দ জামাল হোসেন 


আমি তোমাকে দেখেছি 
আমার হৃদয়ের চোখ দিয়ে। 
তুমি সুন্দর, তুমি সুন্দর 
কি অপরূপ সৌন্দর্য তোমার। 
আমি বিস্মিত, আমি মুগ্ধ 
আমি উলকিত, আমি পুলকিত
আমি তোমাকে দেখে হই বিমহীত। 
চন্দ্রা দেবী আমি তোমাকেই বলছি, 
তোমার রূপের আলোয় যেমন 
আলোকিত কর এই অন্ধকার পৃথিবী।
চন্দ্রা দেবী, আমি ভালো বাসি
তোমাকেই ভালো বাসি। 
তুমিই আমার প্রেম, 
তুমিই আমার ভালো বাসা। 
তুমি হাসলে আমি হাসি, 
আর তুমি কাঁদলে আমিও কাঁদি। 
ব্যাথীত হয় আমার মন 
চোখে আসে নোনা জল
অশ্রুশিক্ত হয় আমার আখিঁ।
তোমার ভালোবাসা আমার জন্য 
স্রষ্টার আশীর্বাদ, 
এ যেন এক স্বর্গীয় সুখ।
আমি ভুলে যাই সমস্ত কস্ট
সারা দিনের কর্ম ক্লান্তি,
যখন দেখি রাত্রি যাপনে
আঁধারে আলোর হাসি। 
চন্দ্রা দেবী আমি তোমাকেই ভালোবাসি। 

2 comments:

  1. ভাই আমি কিছু কবিতা লিখছি দেখেনতো কেমন হল আমার সাইট হল kobitasor.blogspot.com

    ReplyDelete

Powered by Blogger.