Header Ads

ভাংগা বাসির জন্য সুখবর।

ঢাকা থেকে ভাংগা

ভাংগা বাসির জন্য সুখবর :


ভাংগা হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যাস্ত তম লোকাল শহর। পদ্মা বহুমুখী সেতু বাস্তবায়নের সাথে সাথে নতুন দ্বীগন্তের হাতছানি ভাংগা বাসির জন্য। পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে দক্ষিণ বঙ্গের উন্নয়নের ধারা জোরদার করা হয়েছে। দক্ষিণ বঙ্গের সার্বিক উন্নয়নে মধ্যে ভাংগা অন্যতম।

ঢাকা থেকে ভাংগা পর্যন্ত একই সুতাই গাথা। ভাংগা হতে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ট্রেন স্টেশন। প্রথম পর্যায়ে ঢাকা থেকে ভাংগা পর্যন্ত ট্রেন লাইন স্থাপনের লক্ষ্যে কাজ করছে সরকার। পদ্মা সেতু উদ্বোধনের সাথে বাস, ট্রেন একই সাথে চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। এরপর দ্বিতীয় ধাপে ভাংগা থেকে যশোর, বরিশাল এবং ফরিদপুরের সাথে সংযুক্ত করা হবে।


বিভিন্ন সুত্র থেকে জানা যায় পদ্মা বহুমুখী সেতুর বাস্তবায়নের পর, আরও একটি বড় প্রকল্প বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। আর বিভিন্ন সূত্রে জানা যায় এটিও হতে যাচ্ছে পদ্মার এপার অর্থাৎ শিবচর চর জানাজাত। যদিও এখন পর্যন্ত সরকারের কাছ থেকে ঘোষনা দেওয়া হয়নি তবে তিনটি স্থানের মধ্যে শিবচর চর জানাজাত অন্যতম। সব মিলিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে দক্ষিণ বঙ্গ। সত্যি এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে দক্ষিণ অঞ্চল। সব কিছু বিবেচনায় নিলে দেখা যায়, ভাংগা ই হবে বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য লকাল শহর।

ইতি মধ্যে বদলে যেতে শুরু করেছে সবকিছু। মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে অনেক গুণ। পদ্মা সেতুর বদৌলতে বদলে যাচ্ছে এখানকার জনপদ। সবার চোখে মুখে হাসি আর আনন্দের ছাপ।

রিপোর্টঃ সৈয়দ জামাল হোসেন ।

No comments

Powered by Blogger.