Header Ads

About podma sheto পদ্মা সেতু সম্পর্কে তথ্য।

পদ্মা সেতু। 

পদ্মা সেতু সম্পর্কে তথ্য। 

======================
১.পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।

২.পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

৩.পদ্মা সেতুর প্রস্থ ৭২ ফুটের চার লেনের সড়ক।

৪. পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নিচ তলায়।

৫.পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটর।

৬. পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

৭. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটর।

৮. পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

৯. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

১০. পদ্মা সেতু প্রকল্পে জনবল প্রায় ৪ হাজার।

১১. পদ্মা সেতুর ভায়াডাক্ট ৮১টি পিলার।

১২. পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।

১৩. পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।

১৪. প্রতি পিলারের জন্য পাইলিং ৬টি।

১৫. পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা ২৬৪টি।

১৬. পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০১৮ সালের ডিসেম্বরে।

১৭. পদ্মা সেতুতে কী কী থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

১৮. পদ্মা সেতুর দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

১৯. পদ্মা সেতুর পিলার সংখ্যা ৪২টি।

২০. পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না মেজর ব্রীজ ইন্জিনিয়ারিং কোম্পানী।

পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

(তথ্য সংগ্রহ) 

No comments

Powered by Blogger.