Header Ads

সবাইকে অবাক করে দিয়ে যা বলল রোবট সোফিয়া।

রোবট সোফিয়াকে নিয়ে হৈচৈ পরে গেছে সারা বিশ্বে ।

Robot Sophia talking with bangladesh prime Minister Shekh Hasina.

 

Robot Sophia

রোবট সোফিয়াকে নিয়ে হৈচৈ পরে গেছে সারা বিশ্বে। ইতিমধ্যে সৌদি আরব নাগরিকত্ব প্রদান করেছে রোবট সোফিয়াকে। তবে রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেওয়ায় বিতর্ক চলছে সৌদি আরবে।

একজন সুন্দরী নারীর মতো করে তৈরি করা হয়েছে সোফিয়াকে। জানা গেছে হলিউডের অভিনেত্রী অদ্রে হেপর্বানের চেহারার আদলে তৈরি করা হয়েছে রোবট সোফিয়াকে। আর এটি তৈরি করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রবোটিক্স। ২০১৫ সালে ১৯ই এপ্রিল অ্যাক্টিভেট করা হয় রোবট সোফিয়াকে। এবং ২০১৭ - ১১ই অক্টোবর তাকে প্রকাশ্যে আনা হয়।

এদিকে সৌদি আরব রিয়াদে রোবট সোফিয়ার প্রদর্শনীতে শত শত প্রতিনিধি মুগ্ধ হন সোফিয়াকে দেখে। মুগ্ধ হন তার কথা শুনে। রোবট সোফিয়া মানুষের মতো আচরণ করতে পারে। সে যেকোনো প্রশ্নের উত্তর দেয় সাধারণ মানুষের মতো সাধারণ ভঙ্গিমায়। সে হাসতে পারে, রাগ করতে পারে এবং অভিমান করতে পারে।

এক সাক্ষাৎকারে সোফিয়া বলেছেন তিনি ফ্যামিলি চান, তিনি সন্তান চান। আর রোবট সোফিয়া নিজেই তিনি তার সন্তানের নাম রাখতে চান। তবে এখনও পর্যন্ত জানা যায়নি সোফিয়া কোন ধর্মের।

রোবট সোফিয়া এবার এসেছেন বাংলাদেশে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল ওয়ার্ডের উদ্বোধন করেন রোবট সোফিয়া।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন সোফিয়ার সাথে। প্রধানমন্ত্রী বলেন,
-হ্যালো সোফিয়া, কেমন আছো?
উত্তরে সোফিয়া জানায়,
-ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি গর্বিত, আপনার সাথে সাক্ষাৎ হওয়াতে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই হতবাক হয়ে যায়, যখন সোফিয়া বলে আপনি বঙ্গবন্ধুর মেয়ে, আর আপনার নাতনির নাম সোফিয়া। এরপর মৃদুহাসি অবাক করে সবাইকে।

রিপোর্টঃ সৈয়দ জামাল হোসেন ।


No comments

Powered by Blogger.