Header Ads

ঢাকা থেকে ভাংগা আসতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।

ঢাকা থেকে ভাংগা আসতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। 

ভাংগা থেকে ঢাকা পর্যন্ত ৪লেনের রাস্তা 

পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে অতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভাংগা থেকে ঢাকা পর্যন্ত ৪লেনের রাস্তার কাজ।
বিশেষ সুত্রে জানা গিয়েছে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ৪লেনের রাস্তার কাজ সম্পন্ন হবে।

এদিকে সরেজমিন ঘুরে দেখা গেছে অতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে ৪লেনের রাস্তার কাজ ।
একটু একটু করে পরিবর্তন হতে শুরু করেছে দৃশ্যপট। দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু বাস্তবায়নের কাজ আর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ওভার ব্রিজ ফুরিয়ে। 

পদ্মা সেতু বাস্তবায়নের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন ভাবে এর সুফল পেতে শুরু করেছে এখানকার মানুষ।
তবে সব কিছু ঠিক থাকলেও শেষ হচ্ছে না রেল সংযোগ। রেল লাইনের কাজ অনেকটাই পিছিয়ে আছে। এদিকে পদ্মা সেতুর মূল কাজও নিদৃষ্ট সময়ের চেয়ে কিছুটা সময় বেশি লাগবে। নদী শাসনের কাজও অনেকটা পিছিয়ে আছে। সব মিলিয়ে নিদৃষ্ট সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগবে পদ্মা সেতুর সম্পুর্ন কাজ শেষ হতে, এমনটাই জানিয়েছেন পদ্মা সেতু কর্তৃপক্ষ।

এদিকে ঢাকা থেকে ভাংগা পর্যন্ত ৪লেনের রাস্তার কাজ সম্পন্ন হলে, ঢাকা থেকে ভাংগা আসতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট । কোথাও কোন যাত্রা বিরতি করতে হবে না। কোথাও কোন সিগনাল থাকবে না। আর সেই ভাবেই তৈরি হচ্ছে ঢাকা থেকে ভাংগা পর্যন্ত ৪লেনের রাস্তার কাজ।

রিপোর্টঃ- সৈয়দ জামাল হোসেন।


No comments

Powered by Blogger.