Header Ads

বদলে গেছে সৌদি আরব। চালু হয়েছে সিনেমা, আয়োজন করা হচ্ছে কনসার্টেরও।


বদলে গেছে সৌদি আরব। 

সৌদি আরবের তরুণ যুবরাজ যে ভিশন-২০৩০ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তার আওতায় এর মধ্যেই সে দেশে সিনেমা হল চালু হয়েছে, আয়োজন করা হচ্ছে কনসার্টেরও।


সৌদি আরবের নারী এবার সেনাবাহিনীতেও যোগ দিতে যাচ্ছে। আর এর নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু মাত্র মক্কা, মদিনার, আল-কাসিম ও হইয়াছে নারীরাই প্রাথমিক পর্যায়ে সুযোগ পাচ্ছে।
এর আগে নানা চড়া উতরাই বাধা বিপত্তি পেরিয়ে অনেক সংগ্রামের মধ্য দিয়ে গাড়ি চালানোর অনুমতি পান সৌদি আরবের নারীরা গত সেপ্টেম্বরে যা এবছরের জুন থেকে আনুষ্ঠানিক ভাবে কার্যকর হতে যাচ্ছে। এছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

সৌদি বাদশাহ গত জুন মাসে তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েক সরিয়ে সিংহাসনের উত্তরসূরী করেন তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে। এরপর থেকেই বদলের হাওয়া বইতে শুরু করেছে রক্ষণশীল এই দেশটিতে। ধাপে ধাপে বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। অর্থনৈতিক ভীত মজবুত করার লক্ষ্যে অনেক ধরনের সংস্কার করে যাচ্ছেন। যার কৃতিত্ব এই তরুণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান নিজের মত করে বদলে দিচ্ছেন সবকিছু। তেল ভিত্তিক আর ধর্মীয় অর্থনীতির উপর পরিচালিত দেশটির পুরনো অর্থনীতি। আর তা ভেঙ্গে নতুন মডেল নিয়ে আসছেন।
সৌদি আরবের তরুণ যুবরাজ যে ভিশন-২০৩০ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তার আওতায় এর মধ্যেই সে দেশে সিনেমা হল চালু হয়েছে, আয়োজন করা হচ্ছে কনসার্টেরও।

কিছুদিন আগে বিভিন্ন কমিকসের জনপ্রিয় চরিত্রগুলোকে নিয়ে সৌদিতে একটি কমিক-কন সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়েছিল।

তা ছাড়া সম্প্রতি সৌদিতে যে জাতীয় দিবস উদযাপন করা হয়েছে, তাতেও এই প্রথমবারের মতো নারী-পুরুষ উভয়েই অংশ নিয়েছিলেন।

রাজপথে ইলেকট্রনিক মিউজিকের তালে তালে সৌদির ছেলে-মেয়েরা সেদিন একসাথে নেচেছিলেন, যে দৃশ্য সেখানে আগে কখনও দেখা যায়নি।

রিপোর্টঃ সৈয়দ জামাল হোসেন। 

No comments

Powered by Blogger.