About Takerhat. টেকেরহাট সম্পর্কে একটি তথ্যচিত্র। টেকেরহাট নিউজ ।
টেকেরহাট সম্পর্কে একটি তথ্যচিত্র।
টেকেরহাট নিউজ ।
টেকেরহাট সম্পর্কিত তথ্যচিত্র ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
টেকেরহাট শহরের ছবি । |
চারদিকে তাকালে চোখে পড়ে শুধু পাকা দালান কোটা। এই অট্টলিকা গুলোই জানান দেয়, কতো দ্রুত একটি ব্যস্ততম বানিজ্যিক শহরে রুপ নিচ্ছে টেকেরহাট। খুব বেশি দিনের কথা না, কি ছিল এখানে? একটি হাট এবং একটি নৌপথ।
দেখতে দেখতে কেমন বদলে গেল সব কিছু। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর মাঝে একটা চর বা ট্যাগ ছিল। ঐ ট্যাগের উপর কোন এক লোক দোকান পেতে বসে। আর সেই সুবাদে মাঝি মাল্লারা ওখানে নোঙ্গর করতে শুরু করে। আস্তে আস্তে ওখানে কয়েকটি দোকানে পরিনত হয়। সেই সুবাদে স্থানীয় বাসিন্দারা ওখানে হাট বাজার বসিয়ে দেয়। আর নাম পড়ে যায় ট্যাগের হাট। এরপর নামটা একটু পরিবর্তন করে হয়ে যায় টেকেরহাট।
রাজপথ এবং নদীপথ থাকায় অতি দ্রুত টেকেরহাট রূপ নেয় একটি বানিজ্যিক নগরীতে। ১৯৯০ সালে টেকেরহাট কুমার নদীর উপর ব্রীজ নির্মিত হলে এর আয়তন বাড়তে থাকে।
টেকেরহাট সেতু । |
ঢাকা থেকে টেকেরহাটের দূরত্ব প্রায় ৭৫ কি.মি।
টেকেরহাটের আয়তন প্রায় ৫ বর্গ কি.মি।
এখানে আছে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে - টেকেরহাট পপুলার হাইস্কুল and কলেজ, শহীদ সর্দার শাজাহান বালিকা বিদ্যালয় and কলেজ, টেকেরহাট আলিয়া মাদ্রাসা ও টেকেরহাট এতিমখানা ইত্যাদি।
স্বাস্থ্য সেবায় রয়েছে উন্নতমানের কয়েকটি হাসপাতালে। এরমধ্যে উল্লেখযোগ্য- ইউ,এস মডেল হাসপাতাল এবং সিটি হাসপাতাল।
শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স। |
এখানে রয়েছে উন্নত দেশের মতো শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মল " শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স।
রিপোর্টঃ সৈয়দ জামাল হোসেন ।
No comments