ব্রাহ্মণপাড়া 2-0 গোলে মিয়াপাড়াকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
ব্রাহ্মণপাড়া 2-0 গোলে জয়লাভ।
দুটি দলই ছয়জন করে মোট ১২জন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামে। মাঠে দর্শক ছিল কানায় কানায় পরিপূর্ণ। এথেকেই বোঝা যায় বাংলাদেশে এখনও ফুটবল খেলা কতো জনপ্রিয়।
শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ব্রাহ্মণপাড়া ফুটবল ক্লাব। খেলার প্রথমার্ধে গোল শুন্য থাকে । হ্যাপ টাইমের পর দুই দলই গোল করতে মরিয়া হয়ে উঠে। কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে মিয়াপাড়া ফুটবল ক্লাব। কিন্তু এদিকে ব্রাহ্মণপাড়া ফুটবল ক্লাব সুযোগ কাজে লাগিয়ে তা গোলে পরিনত করে। আর তাতেই ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ব্রাহ্মণপাড়া ফুটবল ক্লাব।
এদিকে প্রথম সেমিফাইনাল ম্যাচে পাতরাইল 3-1 গোল ব্যবধানে কাশিমপুরকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ২৮/০৯/২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে দর্শক সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে ম্যাচ আয়োজক কমিটি।
রিপোর্টঃ সৈয়দ জামাল হোসেন।
No comments