থানমাত্তা থেকে দেওয়া পর্যন্ত রাস্তাটি কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে।
রাস্তাটি সঠিকভাবে তৈরিতে বাধা দিচ্ছেন বলে এলাকাবাসীর দাবি।
থানমাত্তা থেকে দেওয়া পর্যন্ত রাস্তাটি। |
জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর আসনের সংসদ। তিনি ব্যাপক জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচিত হয়েছেন। জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন, তার নির্বাচিত এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করে আসছেন। তারই অংশ হিসেবে থানমাত্তা থেকে দেওয়া পর্যন্ত রাস্তাটি কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। কিন্তু কিছু প্রভাবশালী মহল রাজনীতির দোহাই দিয়ে রাস্তাটি সঠিকভাবে তৈরিতে বাধা দিচ্ছেন বলে এলাকাবাসীর দাবি।
সরজমিনে গিয়ে দেখা যায়। সরকারি রাস্তা দখল করে একটি প্রভাবশালী মহল গাছ লাগিয়েছেন। যা রিক্সা অটোরিকশা চলাচলের বাধা সৃষ্টি করে। ইতিমধ্যে রাস্তাটি পাকাকরণের কাজ চলছে। রাস্তার দু'পাশের কিছু গাছ, রাস্তাটি পাকাকরণের জন্য প্রস্তাবিত ১১ ফিটের মধ্যে থাকায় ঠিকাদার সরকারি নীতিমালা অনুযায়ী রাস্তাটি করতে পারছেনা বলে জানা গিয়েছে।
এলাকাবাসীর দাবি, রাস্তার দু'পাশে চলাচলের জন্য উন্মুক্ত জায়গা না থাকলে যে কোন সময় ঘটতে পারে বড় রকমের দূর্ঘটনা। আর এটা দেখার যেন কেউ নেই। এলাকাবাসীর দাবি রাস্তাটি সঠিকভাবে পাকাকরণ করা হোক। অতএব এলাকাবাসীর দাবি অনুযায়ী রাস্তাটি সঠিকভাবে পাকাকরণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
No comments