দত্তপাড়া/সূর্য্যনগর বাস স্ট্যান্ড। দত্তপাড়া গ্রামের রয়েছে নানা ইতিহাস ঐতিহ্য, দত্তপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন সূর্য্যনগর হাট। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এই হাটটি ১৯৯২ সালে স্থানীয় জনগণ বসিয়েছে। দত্তপাড়া গ্রামের জনাব সূর্য মিয়ার নামের সাথে মিল রেখে এই হাটের নামকরণ করা হয়। পদ্মা সেতুর সংযোগ সরক ভাংগা মাওয়া মহাসড়ক থাকায় আর পদ্মা সেতু খুব কাছে হওয়াতে এখানে দ্রুত ঘটছে নগরায়ন। আস্তে আস্তে সহরে রূপ নিচ্ছে সূর্য্যনগর।
No comments