গাছের কলম করার পদ্ধতি।
প্রতিটি মানুষেরই গাছ লাগানোর শখ থাকে, তাই বাজার থেকে আথবা নার্সারি থেকে আমরা সব সময় গাছের চারা কিনে থাকি। আসুন আমরা গাছের কলম করার পদ্ধতি শিখে নেই তাহলে আর আমাদের বাজার থেকে গাছের চারা কিনতে হবেনা।
কলম করার সময়: এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গাছের কলম করার উপজুক্ত সময়।
১.গুটি কলম পদ্ধতি।
গুটি কলম পদ্ধতিতে প্রায় সব ধরনের গাছেই কলম করা যায়।
ক) মাতৃ গাছ থেকে ছয় থেকে এক বছরের ডাল নির্বাচন করুন।
খ) এক ইঞ্চি পরিমাণ চতুর পাশ থেকে ছাল ছাড়িয়ে নিন।
গ) ছাল ছাড়ানো অংশ মাঝখানে রেখে তিন ইঞ্চি পরিমাণ নরম লাগিয়ে বেঁধে রাখুন।
ঘ) দুই মাস পর শিখর বের হলে ডালটি কেটে লাগিয়ে নিন।
২.জোর কলম।
বর্তমানে জোর কলম খুব জনপ্রিয়।
ক) বীচি থেকে প্রথমে চারা তৈরি করতে হবে।
খ) কলম করার জন্য ছয় মাস বয়সী চারা নির্বাচন করুন।
গ) মাতৃ গাছ থেকে তিন থেকে ছয় মাস বয়সী ছায়ন সংগ্রহ করুন এবং পাতা গুলো ছেটে ফেলুন।
ঘ) চারা গাছটির উপরের অংশ কেটে ফেলুন। এবার ধারালো ছুরি দিয়ে চারা গাছটি এক ইঞ্চি পরিমাণ ফারতে হবে।
ঙ) ছায়নটির দুই পাশে এক ইঞ্চি পরিমাণ কেটে চারা গাছটির ভিতরে বসিয়ে দিন। এবার প্লাস্টিক দিয়ে শক্ত করে বেঁধে দিন। এরপর পলিথিন দিয়ে ঢেকে রাখুন। তারপর ছায়া যুক্ত স্থানে রেখে দিন।
কলম করার পর করনীয়:
১৫/২০ দিন পর যদি, কলম করা কাঙ্খিত ছায়নটিসজীব থাকে, তাহলে কলম করা ছায়ন থেকে নতুন পাতা বের হতে থাকবে।
সতর্কতা:
কাঙ্খিত কলমেরছায়ন ছাড়া জংলী কোন শাখা যেন বাড়তেনা পারে,সেদিকে একটু খেয়াল
রাখবেন।পরিশেষে, আপনি নিজে কলম পারলে কৃষক ভাইদেরকে / আগ্রহী ব্যক্তিদেরকে সহায়তা করুন।
No comments