Header Ads

ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাব বনাম দত্তপাড়া ফুটবল টুর্নামেন্ট দত্তপাড়া চিতাখোলা মাঠে।

ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাবকে ১ - ০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।

ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাব।

রিপোর্ট সৈয়দ জামাল হোসেনঃ শিবচর উপজেলায় দত্তপাড়া চিতাখোলা মাঠে গত ২১/০৯/২০১৯ ইং তারিখে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে প্রায় দশ হাজার ফুটবল প্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে ছিলো, ঘোষগ্রাম ইয়াং ক্লাব বনাম দত্তপাড়া দলের মধ্যেকার সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য। অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাব মাঠে উপস্থিত থাকলেও অপর দিকে দত্তপাড়া ফুটবল দল মাঠে আসেনি। ফলে প্রায় দশ হাজার ফুটবল প্রেমী দর্শক হতাশ হয়ে চলে যায়। এদিকে কিছু দর্শকদের দত্তপাড়া দলকে গালমন্দ করতে দেখা যায়। কি কারণে দত্তপাড়া দল খেলায় অংশ নেইনি তা সঠিকভাবে জানা যায়নি। তবে মাঠে খেলা দেখতে আসা কিছু উৎসুক দর্শকদের বলতে সোনা যায়, ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাবকে শক্ত প্রতিপক্ষ মনে করে মাঠে নিশ্চিত পরাজয় জেনে খেলায় অংশগ্রহণ করেনি দত্তপাড়া দল। এদিকে ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাব নামিদামি প্লেয়ার ভাড়া করে মাঠে উপস্থিত দর্শকদের চমকে দেন। এদিকে চিতাখোলা ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি দত্তপাড়া ফুটবল দল মাঠে না আসায়, ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাবকে ১ - ০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে দত্তপাড়া ফুটবল দল মাঠে না আসায় রেফারি বাঁশি দিলে ঘোষগ্রামের পক্ষে দলের অধিনায়ক রাজা মিয়া জয় সূচক গোলটি করেন। মাঠে উপস্থিত দর্শকদের খেলা দেখানোর জন্য চিতাখোলা মাঠ কর্তৃপক্ষ ঘোষগ্রাম দলের সাথে ভাগ হয়ে খেলাটি শুরু হলেও দর্শক মাঠ ছেড়ে চলে যেতে থাকলে রেফারি বাঁশি দিয়ে সৌজন্য খেলাটি শেষ করে দেন।
আয়োজক কমিটির দল।

মাঠে রেফারির দায়িত্ব পালন করেন একসময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় বাদশাহ। এদিকে ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাবকে ফাইনাল খেলার টিকেট অর্থাৎ ফাইনাল খেলার জন্য উইনার শ্লীপ তুলে দেন মাঠ কতৃপক্ষ ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাবের অধিনায়ক রাজা মিয়ার হাতে।
কতৃপক্ষ উইনার শ্লীপ তুলে দেন অধিনায়ক রাজা মিয়ার হাতে।

অপর দিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২/০৯/২০১৯ তারিখে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল অংশ গ্রহণ করবে তারা হলেন ব্রাহ্মণপাড়া বনাম পুলিয়া। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের বিজয়ী দলের সাথে ঘোষগ্রাম ইয়াং স্টার ক্লাবের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। রিপোর্ট লেখা পর্যন্ত ফাইনাল খেলার সময় জানা যায়নি। আয়োজক কমিটি আসা করেন ফাইনাল ম্যাচ দারুন উপভোগ্য হবে। আয়োজক কমিটি আরও বলেন ফাইনাল খেলাটি দেখার জন্য বিশ হাজার ফুটবল প্রেমী দর্শক মাঠে উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.