কি বললেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। |
কি বললেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
ক্রিবিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান তিন দফায় ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন রাখায় আইসিসি কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে নিজের দোষ শিকার করে নেয়ায় এক বছরের শাস্তি কমিয়ে দিয়েছে আইসিসি। ফলে আগামী এক বছরের সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে এই মহাতারকাকে। স্বাভাবিকভাবেই এই চ্যাম্পিয়ন ক্রিকেটার মহাতারকার নিষেধাজ্ঞার বিষয়টি অনেকটা ঝটকার মতো এসেছে বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বে ও তার পরিবারের সামনে। তবে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির এ বিষয়ে শক্ত মানসিকতার পরিচয় দিয়েছেন। জানিয়েছেন, জীবনে কঠিন সময় আসবেই, আর এগুলোকে শক্তভাবে মোকাবিলা করতে পারাটাই কিংবদন্তিদের উদাহরণ।
এবিষয় লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। যেখানে তিনি লিখেছেন, ‘কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তারা জানে কীভাবে শক্ত থেকে এসবের মোকাবেলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ। এটা আইসিসির নিষেধাজ্ঞা বলা যায় নতুন শুরুর সূচনা। সে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে। ইনজুরির কারণে এর আগেও অনেকবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। সকলের এই ঐক্যটা জাতি হিসেবে খুব দরকার আমাদের।’
"সাকিব আল হাসান "
সাকিব সম্পর্কে একবার সৌরভ গাঙ্গুলি বলেছিলেন শচীন, জ্যাককেলিস এর মত খেলোয়াড় ১০০ বছরে একবার জন্ম নেয়।সাকিবের মত খেলোয়াড় ১০০০ বছরে একবার আসে।সর্বশেষ ওডিআই বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার ধারাভাষ্যকার সাকিব সম্পর্কে বলেছিলেন আজকে ২০১০-১১ সালের ইসিবি কর্তৃক অফার সাকিব গ্রহণ করলে, আজকে সাকিব নাইটহুড উপাধি পেত। সাকিব শুধু বাংলাদেশর একটি তারকা খেলোয়াড় নয়, সাকিব বিশ্ব ক্রিকেটের একটি রত্ন।
সাকিবের দোষ একটাই অন্যায়ের সাথে কখনোই আপোষ করে নাই। সাকিব সবসময় একজন ব্যাক্তিত্ববাদী মানুষ, এটাই অনেকের সহ্য হয় না। সমালোচক শ্রেণী বলবে সাকিব অহংকারী, বেয়াদব আমাদের সমাজে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা এমন উপাধিতে ভূষিত হবেই। কিছুদিন আগে আবরার ফাহাদ হত্যা সে কী করেছিল অন্যায়ের প্রতিবাদ করছিল, যার জন্য তাকে জীবন দিতে হয়েছে।
সাকিবের দোষ একটাই অন্যায়ের সাথে কখনোই আপোষ করে নাই। সাকিব সবসময় একজন ব্যাক্তিত্ববাদী মানুষ, এটাই অনেকের সহ্য হয় না। সমালোচক শ্রেণী বলবে সাকিব অহংকারী, বেয়াদব আমাদের সমাজে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা এমন উপাধিতে ভূষিত হবেই। কিছুদিন আগে আবরার ফাহাদ হত্যা সে কী করেছিল অন্যায়ের প্রতিবাদ করছিল, যার জন্য তাকে জীবন দিতে হয়েছে।
আজকে যদি সাকিবের উপর কোন শাস্তি আরোপ করা হয়, হয়ত সাকিব রাগে দুঃখে অবসরে চলে যাবে,কিন্তু বাংলাদেশ হারাবে সুগঠিত একাদশ।
Harrah's Hotel and Casino, Reno - Mapyro
ReplyDeleteThis location is no longer available. 공주 출장안마 Search for 동두천 출장샵 other nearby 나주 출장샵 Harrah's Hotel and Casino 당진 출장마사지 hotels in Reno, NV. Mapyro is the place 시흥 출장마사지 where the Nevada