অতীত ভুলে গেছেন রানু মন্ডল।
রানু মন্ডল। |
অতীত নিয়ে প্রশ্ন করলে ভীষণ রেগে যান রানু মন্ডল।
রানাঘাট রেলস্টেশনের পাগলিনি, ভিখেরীনী, অহংকারী রানু মন্ডলের কথায় এবং ব্যবহারে রিতিমত ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। রানু মন্ডল ভুলে গেছেন তার অতীত। তাকে অতীত নিয়ে প্রশ্ন করলে ভীষণ রেগে যান তার উপরে।
লতা মঙ্গেশকরের 'পেয়ার কা নাগমা' গানটি গেয়ে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া রানু মন্ডল মূহুর্তেই ভুলে গেছেন তার অতীত। একদিন রেলস্টেশনে গান গেয়ে ভিক্ষা করা রানু মন্ডল আজ তারকা খ্যাতি পাওয়ার পর তার মুখে অহংকারী কথা শুনে চটেছেন নেট দুনিয়ায় নেটিজেনরা। ইতিমধ্যে কোন একটি অনুষ্ঠানে তার সাথে সেল্পি তুলতে চাইলে তেলেবেগুনে জ্বলে ওঠে।
রানাঘাট রেলস্টেশনে যাদের সাথে তিনি দিনরাত কাটিয়েছেন তাদেরকে আজ তিনি ঘৃণা করছেন। রানু মন্ডল বলেন রেলস্টেশনে যারা ভবঘুরে তারা ছোটলোক। তিনি বলেন ওদের সাথে আমাকে তুলনা করা চলে না। আমি ওদের থেকে দূরে থাকতাম কারন ওদের গায়ে নোংরা পোশাক আর মাথায় ওকুন। এমনকি যার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন, সেই অতিন্দ্র বাবুকেও অপমান করছেন রানু মন্ডল।
'এক প্যায়ার কা নাগমা হ্যায়' গানটি রেকর্ড করেছিলেন অতিন্দ্র বাবু তার পর নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হয় রানু মন্ডল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পান লতা কন্ঠি নামে । এরপর ডাক আসে মুম্বাই রিয়্যালিটি শোতে। সেই মঞ্চেই তার গান শুনে মূগ্ধ হয়েছিলেন বলিউডের সংঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া। তারপর সরাসরি প্লেব্যাক করলেন হিমেশ রেশামিয়ার সাথে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবির জন্য। 'তেরি মেরি, তেরি মেরি কাহিনী' গানে খোদ সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া গলা মেলালেন রানু মন্ডলের সাথে।
কিন্তু রানু মন্ডল তারকা খ্যাতি পাওয়ার পর থেকে তার অহংকারী ভাব আর চালচলনে এসেছে অনেক পরিবর্তন, অহংকার ছেপে উঠে তার কথায়। আর এজন্যই ক্ষেপেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটিজনেরা।
No comments