পিঁয়াজ এখন সুপার হিরো।
সুপার হিরো পিঁয়াজ। |
পিঁয়াজ এখন সুপার হিরো।
প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা।
পিঁয়াজ এখন সুপার হিরো। পিঁয়াজ নিয়ে আলোচনা হয়না এমন কোন জায়গা নেই। চায়ের দোকান হইতে সুরু করে রাজনৈতিক অঙ্গন, সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পিঁয়াজ। এর কারন পিঁয়াজের দাম সর্ব কালের রেকট ভঙ্গ করে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে।
ইতিমধ্যে অনেক পরিবার পিঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছে। আবার অনেকে বেড়াতে গেলে ফল মিষ্টির পরিবর্তে পিঁয়াজ নিয়ে যাচ্ছে আত্মীয়র বাড়িতে। বিয়েশাদী ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হচ্ছে পিঁয়াজ উপহার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পিঁয়াজ নিয়ে হচ্ছে নানা ধরনের কৌতুক।
এদিকে সরকার যেন অসহায় পিঁয়াজের সিন্ডিকেট ভাঙ্গতে। সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করলেও তা বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না। সচেতন মানুষের দাবী সরকারের সদিচ্ছা থাকলে পিঁয়াজের সিন্ডিকেটকে চিহ্নিত করা অসম্ভব নয়। যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
কিছু মানুষ পিঁয়াজ না খাওয়ার আহ্বান জানিয়ে এর প্রতিবাদ সমাবেশ করেছে। আবার কিছু মানুষ মনে করেন পিঁয়াজের দাম কেজি প্রতি ২৫০ হইছে বলে পিঁয়াজ না খাওয়া কোন প্রতিবাদের ভাষা হইতে পারেনা। তারা বলেন মাথা ব্যথা করে বলে মাথা কেটে ফেলা কোন সমাধান নয়। এখানে সরকার সম্পূর্ণ ভাবে ব্যার্থ। সাধারণ জনগণের দাবি পিঁয়াজ আমদানি করে এবং সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে পিঁয়াজের বাজার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসুক।
রিপোর্ট: সৈয়দ জামাল।
No comments