Header Ads

২৬ জানুয়ারি থেকে রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

২৬ জানুয়ারি থেকে রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৬ জানুয়ারি থেকে রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী ২৬ জানুয়ারি থেকে "রাজবাড়ী এক্সপ্রেস" নামে ট্রেনটি চালুর কথা বলা হয়েছে। এই ট্রেনটি চালুর হলে খুব অল্প খরচে ভাংগা থেকে ফরিদপুর ও রাজবাড়ী যাতায়াত করা যাবে। আর এর মধ্যে দিয়ে ভাংগা ফরিদপুর বাসীদের জন্য যাতায়াতের জন্য নতুন দিগন্তের সূচনা হলো। এদিকে সাধারণ জনগণের মাঝে দেখা গেছে অনেক উৎসাহ।

ট্রেন চলাচলের সময় সূচি: রাজবাড়ী থেকে সকাল ০৬:০০ মিনিটে ছেড়ে আসবে ভাংগার উদ্দেশ্যে। আর ভাঙ্গা এসে পৌঁছাবে সকাল ০৭:৫০ মিনিটে। অর্থাৎ ভাঙ্গা আসতে সময় লাগবে ১ ঘন্টা ৫০ মিনিট। এবং ভাঙ্গা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ০৮:১৫ মিনিটে।
রাজবাড়ী থেকে ছাড়বে বিকাল ১৭:১০ মিনিটে আর ভাঙ্গা এসে পৌঁছাবে সন্ধ্যা ১৯:০৫ মিনিটে। আবার ভাঙ্গা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ১৯:৩০ মিনিটে আর রাজবাড়ী পৌঁছাবে ২১:৩০ মিনিটে।

ফরিদপুরে সময় সূচি:
* ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাবে ০৬:৫৮ মিনিটে।
* ফরিদপুর থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ০৯:০৮ মিনিটে।
* ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাবে ১৮:০৫ মিনিটে।
* ফরিদপুর থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ২০:২২ মিনিটে।

No comments

Powered by Blogger.