Header Ads

ভেঙ্গে ফেলা হলো মাদারীপুর টেকরহাটের অবৈধ স্থাপনা।

টেকেরহাট মাদারিপুর একটি বন্দর  নগরী।

ভেঙ্গে ফেলা হলো মাদারীপুর টেকরহাটের অবৈধ স্থাপনা।


টেকেরহাট মাদারিপুর একটি ব্যস্ততম বন্দর নগরী। টেকেরহাটের উপর দিয়ে চলে গেছে ঢাকা বরিশাল মহাসড়ক।
এই মহাসড়কটি চারলেন সড়ক না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্দর নগরী টেকেরহাটে যানজটের সৃষ্টি করে। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা। তার উপর রাস্তর দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠায় সাধারণ মানুষের চলাচলের সমস্যা হচ্ছিল। কিন্তু বিষয়টি যেন দেখার কেউ নেই।

ভেঙ্গে ফেলা হলো মাদারীপুর টেকরহাটের অবৈধ স্থাপনা।


টেকেরহাটের অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। অবশেষে টনক নড়ে কতৃপক্ষের। ভেঙ্গে ফেলা হয় অবৈধ স্থাপনা। সাধারণ মানুষ স্বাগত জানালেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্ষতিগ্রস্ত লোকের মুখে। তারা বলেন- সময় দিয়ে নোটিশ দেওয়া হয়নি, তার কারনে মালামাল সরাতে গিয়ে সমস্যায় পরতে হয়েছে।
আবার কিছু লোককে বলতে শোনা যায়- শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের সামনের অবৈধ দখল ভাঙ্গা হয়নি কেন?

বরাবরই প্রভাবশালী মহলের কাছে কর্তৃপক্ষকে নিরব থাকতে দেখা যায়। সাধারণ মানুষ মনে করে অবৈধ দখলদার সবাইকে সমান চোখে দেখা উচিত। এদিকে রাস্তার আসপাশের সৌন্দর্য ফিরিয়ে আনতে চেষ্টা করছেন পৌরসভা কর্তৃপক্ষ।

ভাঙ্গা নিউজ ডটকম: সৈয়দ জামাল হোসেন।

No comments

Powered by Blogger.