বিকাশ প্রতারক বা অয়েলকাম পার্টি।
বিকাশ প্রতারক চক্রের জন্য লজ্জিত ফরিদপুর ভাঙ্গা উপজেলার প্রবাসীরা।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিভিন্ন গ্রামে বিকাশ প্রতারনার সাথে দীর্ঘ দিন ধরে জরিত উঠতি বয়সী ছেলেপেলেসহ ও মধ্য বয়সী কিছু লোক।
এরমধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ নামক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এরসাথে জরিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার নাম।
এরমধ্যে ভাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন- আজিমনগর, কালামৃধা ও চান্দ্রা। বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানা যায় আজিমনগর ইউনিয়নের কয়েকটি গ্রাম উল্লেখযোগ্য যেমুন- জাংগালপাশা, থানমাত্তা, চৎলার পাড়, পাথরাইল,ঘোষগ্রাম ও বাবুরচর।
এর আগেও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ায় বহুবার সংবাদ প্রচার হয়েছে অয়েলকাম পার্টি বা বিকাশ প্রতারনা নিয়ে। বিভিন্ন সময় র্যাবসহ ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রর অনেক সদস্যকে গ্রেফতার করা হলেও আবার আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবার শুুুরু করে দেয় প্রতারনা, যা স্থানীয় ভাষায় অয়়েলকাম বলে।
ভাঙ্গা থানা আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যপারে সর্বদা ততপর রয়েছে বলে জানা যায়। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানকার প্রতারক চক্রের অভিভাবক মনে করে এটা তেমন কোন খারাপ কাজ না। এটাকে সাধারণ কাজের মতই তারা মনে করেন। এলাকার অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে।
No comments