পদ্মা সেতুর ১০ নাম্বার পিলারে আবারও ফেরীর ধাক্কা !
পদ্মা সেতুর ১০ নাম্বার পিলারে আবারও ফেরীর ধাক্কা !
খেয়াল করুনতো দুই পিলারের মধ্যবর্তী জায়গা দিয়ে তিনটি ফেরী একসাথে যেতে পারে । কতগুলো প্রশ্ন জাগে মনে, স্রোত কি শুধু পিলারের গোড়া দিয়ে প্রবাহিত হয় ? পিলারগুলো কি এই বছরই নির্মান করা হয়েছে ? পিলার গুলোতো কয়েক বছর ধরে দাঁড়িয়ে, স্রোত আগেও ছিল । তখন পিলারে ফেরী ধাক্কা দেয়নি এখন দিচ্ছে কেন ? এক পিলার হতে অপর পিলারের দুরত্ব ১৫০ মিটার একটা ফেরীর প্রস্থ কত ? এত বিশাল গ্যাপ থাকার পরও বার বার কেন পিলারে ধাক্কা। দ্বায় স্রোতের উপর বর্তানো স্রেফ বোকামী । প্রতিটা আঘাত পরিকল্পিত প্রতিটা আঘাতের পিছনে ক্ষোভ জড়িত এমনটাই মনে হচ্ছে ! একের পর এক আঘাতের পর সরকারের নেওয়া পদক্ষেপ কি সন্তুষজনক?
এতবড় স্থাপনার নিরাপত্তার জন্য আমাদের দুটো বাহিনীকে দায়িত্ব দেওয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রীসভায়। সেতুর নির্মান কাজ শেষ পর্যায়ে এই বাহিনীগুলো কোথায়? তারা যদি সেতুর নিরাপত্তায় নিয়োজিত থাকে তাহলে বার বার কেন এই আঘাত?
সেতুর নিচ দিয়ে শুধু ফেরী নয় বড় বড় নৌযান সবসময় যাতায়াত করে সেনাবাহিনী কোষ্টগার্ডের সমন্বয়ে সেতুর দুই পাশে দূরে একটি করে পোস্ট রাখা যেতে পারে যারা সেতুর নিচ দিয়ে যাওয়া নৌযানগুলোকে সতর্কবার্তা দিবে পিলার হতে দূরত্ব বজায় রাখার জন্য অথবা ঝুকিপূর্ণ পিলার ক্যাপের চারপাশে মোটা রাবার মুড়ে দেওয়া যেতে পারে যাতে কোন ভারী নৌযান পিলার ক্যাপে ধাক্কা দিলেও পিলার ক্যাপ ক্ষতিগ্রস্থ না হয় । দ্রুতই কোন একটা ব্যবস্থা নিতে হবে, পিলারের স্ট্রাকচার যেভাবে তৈরি তাতে এই ধরনের আঘাতে সেতুর কোন ক্ষতি হবেনা তারপরও পিলার ক্যাপগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে, ফেরীগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে ! আঘাতের ফলে ফেরী ক্ষতিগ্রস্থ হয়ে ফেরীতে পানি ঢোকার ঘটনা ঘটেছে ! ফেরীতে থাকা যাত্রীর জীবন এবং সম্পদের নিরাপত্তার জন্য সরকারকে অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করতে হবে । এটা যদি সত্যিই পরিকল্পিত হয় সেই ক্ষেত্রে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে । এটি এমন একটি স্থাপনা যার সাথে আমাদের অস্তিত্ব, ইজ্জত, সন্মান জড়িত আমরা যেন এটি ভুলে না যায় ।
No comments